রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৭ জুলাই ২০২৪ ১৫ : ৪৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রায় আড়াইশো বছর আগে মুর্শিদাবাদের কান্দি রাজ পরিবারে রথযাত্রার সূচনা করেন তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু।
দীর্ঘ সময় পার হওয়ার পরও এখনও একটুও জৌলুস কমেনি রাজ পরিবারের রথযাত্রা উৎসবের। রথের দিন প্রায় ২৫-৩০ হাজার মানুষ রাজ পরিবারের রথের রশিতে টান দিতে কান্দি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কান্দি চক এলাকায় জড়ো হন। রাজ পরিবারের রাধাবল্লভ জিউর মন্দিরের পাশেই বসে বিরাট মেলা। কান্দি ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এই মেলা দেখতে ভিড় জমান।
কান্দি রাজ পরিবারের মন্দিরের পুরোহিত প্রশান্ত অধিকারী বলেন, 'প্রায় আড়াইশো বছর আগে লালাবাবু পুরী গিয়েছিলেন। সেখানে জগন্নাথদেবের রথযাত্রা দেখে তাঁর খুব ভাল লেগেছিল। এরপর কান্দিতে ফিরে তিনি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং রথ যাত্রার সূচনা করেন।'
সেই থেকে আজও প্রত্যেক বছর জাঁকজমক করে অনুষ্ঠিত হয় রাজ পরিবারের রথযাত্রা। প্রশান্ত অধিকারী বলেন, 'দীর্ঘদিনের নিয়ম অনুসারে রথযাত্রার দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাধাবল্লভ জিউর মন্দির থেকে তিনটি রথে করে শহর পরিক্রমা করতে বার হন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কান্দি শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রাতের মধ্যে আবার মন্দিরে ফিরে আসেন দেবতারা।'
তিনি বলেন, 'বহু বছর আগে দেবতাদের জন্য পৃথক মাসির বাড়ি ছিল। কিন্তু কালের গর্ভে সেই মাসির বাড়ি বিলীন হয়ে গেছে। সেকারণে মন্দিরের ভেতরেই পৃথক একটি ঘরকে মাসির বাড়ি হিসেবে ব্যবহার করা হয়। দেবতারা শহর পরিক্রমা করে এসে মাসির বাড়িতেই সাত দিন থাকেন।'
তবে স্থানীয় সূত্রে জানা গেছে রথযাত্রার পুজো, দেবতার অধিষ্টান সহ সব কিছুই রাজ পরিবারের তরফ থেকে করা হলেও রথযাত্রার দায়িত্বে রাজ পরিবার থাকে না। লোকশ্রুতি, বহু বছর আগে রাজ পরিবারে রথের চাকায় পিষ্ট হয়ে একজন নাকি মারা গিয়েছিলেন। তারপর থেকে রাজ পরিবার আর রথযাত্রার দায়িত্বে থাকে না। কান্দি রথযাত্রা উদযাপন কমিটি এখন রাজ পরিবারে রথযাত্রা আয়োজন করে থাকে।
নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা